১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২০

নায়িকা পেয়েছেন কবরী

বিনোদন ডেস্ক : ষাটের দশকের দর্শকপ্রিয় চিত্রনায়িকা সারাহ বেগম কবরী। পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। এবার সরকারি অনুদানের ‘এই তুমি সেই তুমি’ নামে সিনেমা পরিচালনা করছেন।

অনেক দিন ধরেই সিনেমাটির নায়িকা খুঁজে বেড়াচ্ছিলেন কবরী। কিন্তু খুঁজে পাচ্ছিলেন না। পরে কলকাতা থেকে কাউকে নেওয়ার চিন্তা করেছিলেন। অবশেষে তার কাঙ্ক্ষিত মুখ পেয়েছেন। তাকে নিয়ে গতকাল থেকে সিনেমাটির শুটিংও শুরু করেছেন কবরী। এ নায়িকার নাম নিশাত সালওয়া।

কবরী বলেন, ‘সিনেমাটির জন্য নতুন মুখ খুঁজছিলাম। আমি যেটা খুঁজছিলাম সেটা নিশাতের মধ্যে পেয়েছি। সিনেমার প্রতি নিশাতের আগ্রহ দেখে ভালো লেগেছে। পড়াশোনাও ভালো। বাকিটা পরে বুঝতে পারব।’

নিশাত সালওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর প্রথম রানারআপ। এর আগে গানের ভিডিওতে মডেল হয়েছিলেন। প্রতিযোগিতা শেষ হওয়ার পর একটি সিনেমায় কাজ করেছেন। তবে কবরীর সিনেমায় কাজের সুযোগ পেয়ে ভীষণ খুশি নিশাত। তার ভাষায়—‘শুরুতে ভাবতেই পারছিলাম না কবরী ম্যামের সিনেমায় অভিনয়ের সুযোগ পাব!’

কবরীর সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়ে নিশাত বলেন, ‘কবরী ম্যামের সঙ্গে প্রথম যখন দেখা করি তখন কাঁপছিলাম। কিন্তু তার মাতৃত্ব সূলভ আচরণ আমার সব ভয় দূর করে দেয়। এমন কিংবদন্তির সিনেমায় কাজের সুযোগ পাওয়ায় সম্মানিত বোধ করছি। আমি খুবই উচ্ছ্বসিত। কারণ এই চরিত্রের জন্য তিনি আমাকে যোগ্য মনে করেছেন।’

এ সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করছেন রিয়াদ। ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত রিয়েলিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন তিনি। রিয়াদ বলেন, ‘বেশ কয়েক মাস আগে এই সিনেমা নিয়ে কবরী ম্যাডামের সঙ্গে কথা হয়। প্রথম সিনেমায় কবরী ম্যাডামের নির্দেশনা পাব ভাবতেও পারিনি। তিনি আমার উপর যে আস্থা রেখেছেন তার যথাযথ মূল্য দিতে সর্বোচ্চ চেষ্টা করব।’

প্রকাশ :মার্চ ১৬, ২০২০ ১:১৪ অপরাহ্ণ