১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০০

মহাখালীতে পোশাক কারখানায় আগুন

রাজধানীর মহাখালীতে একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।রবিবার দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, দুপুর দুইটা ৫২ মিনিটে মহাখালীর রসুল গার্মেন্টেসের নয় তলা ভবনের সাত তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে গেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ সম্পর্কে জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

 

প্রকাশ :মার্চ ১৫, ২০২০ ৪:৫১ অপরাহ্ণ