আন্তর্জাতিক ডেস্ক : মানবিক কাজে বেশি বেশি সময় দিতে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বোর্ড থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। বৈশ্বিক স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জনকল্যাণমূলক কাজে আরও বেশি মনোনিবেশ করতেই তিনি ওই দায়িত্ব ছেড়ে দেন বলে জানিয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিবিসি খবর প্রকাশ হয়েছে।
৬৫ বছর বয়সী বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের বিল গেটস ২০০০ সালে মাইক্রোসফটের সিইও পদ থেকেও সরে গিয়েছিলেন। এরপর ২০০৮ সালে সংস্থাটির প্রতিদিনের কাজ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
স্ত্রী মেলিন্ডাকে সঙ্গে নিয়ে গড়ে তোলা বিশ্বের সর্ববৃহৎ দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশন পরিচালনায় যুক্ত হন তিনি। এই ফাউন্ডেশনের কোটি কোটি ডলারের সম্পদ রয়েছে। বিশ্বজুড়ে রোগ ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা প্রচুর অর্থ ব্যয় করে এ ফাউন্ডেশন।
এর আগে এরপর ২০১৪ সালে সত্য নাডেলার হাতে সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেন।
বিল গেটস বলেন, আমি সবসময় কাজ ভালোবাসি এবং নেতৃত্বে থাকতে চাই।