রাজধানীর মিরপুর ১০ নম্বর ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (১৪ মার্চ) দুপুর ১টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
এর আগে গত ১১ মার্চ রূপনগর বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বস্তির প্রায় দেড় হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।