৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৭

মিরপুর ঝুটপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর মিরপুর ১০ নম্বর ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

এর আগে গত ১১ মার্চ রূপনগর বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বস্তির প্রায় দেড় হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

প্রকাশ :মার্চ ১৪, ২০২০ ৩:৩২ অপরাহ্ণ