১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৩

একটি নম্বরেই মিলবে করোনার সব সেবা

করোনাভাইরাস সংক্রান্ত জরুরি স্বাস্থ্যসেবা দিতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ১৩টি হটলাইন নম্বর চালু করেছিল। কিন্তু বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুনভাবে এখন থেকে একটি হটলাইন নম্বরেই (০১৯৪৪৩৩৩২২২) সব সেবা পাওয়া যাবে।

বুধবার (১১ মার্চ) বেলা ১২টায় মহাখালী আইইডিসিআর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, আইসোলেশনে থাকা করোনায় আক্রান্ত তিনজনের মধ্যে দুইজনের নেগেটিভ রিপোর্ট এসেছে। তারা এখন সুস্থ আছেন। তবে আগামী আরও একবার পরীক্ষা করা হবে। যদি আবরও নেগেটিভ রিপার্ট  আসে তাহলে তারা সুস্থ হিসেবে ধরে নেওয়া হবে। এছাড়া বাকী একজনও সুস্থ রয়েছেন।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে আটজন আইসোলেশনে রয়েছেন জানিয়ে ফ্লোরা বলেন,  গতকাল ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

০১৯৪৪৩৩৩২২২ নম্বরে করোনার জন্য ফোন করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এখন পর্য ন্তিট হট লাইন নম্বরে ৩ে২২৫টি কল এসেছে। এর মধ্যে ৩১৪৫টি করোনাভাইরাস সংক্রান্ত।

প্রকাশ :মার্চ ১২, ২০২০ ৫:০৪ অপরাহ্ণ