১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

করোনাভাইরাস : ইতালিতে এক দিনেই ১৬৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : কড়া সরকারি নিয়ন্ত্রণের কারণে ইতালিজুড়ে মঙ্গলবার দোকানপাট, রেঁস্তোরা, ব্যবসা প্রতিষ্ঠান-সবই বন্ধ ছিল। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। করোনাভাইরাস আতঙ্কে দেশের সড়কগুলো ছিল জনশূন্য।  একই দিন দেশটিতে ১৬৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন। এর ফলে মৃতের সংখ্যা এক লাফে বেড়ে ৬৩১ জনে দাঁড়িয়েছে।

২১ ফেব্রুয়ারি ইতালি প্রথম করোনাভাইরাস সংক্রমণের বিষটি প্রকাশ করে। এ পর্যন্ত ১০ হাজার ১৪৯ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। তবে ভাইরাস প্রাদুর্ভূত এলাকা লোম্বার্ডিতে ঠিক কতজন আক্রান্ত হয়েছেন তা এখনও জানা যায়নি বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। আগামী ৩ এপ্রিল পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ বাদ দিয়ে স্থানীয়দের বাসায় থাকার পরামর্শ দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী গিউসেপ কন্তে সোমবার রাতে আরো বিপজ্জনক এলাকা চিহ্নিত করে রেড জোনের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ওপর সবচেয়ে কড়া নিয়ন্ত্রণ এটি।

মারিও মনফ্রেডা নামে রোমের এক বাসিন্দা বলেন, ‘এটা পুরোপুরি বিপর্যয়। এতে আমাদের কোনো দুর্ভোগ কমবে না…ভাইরাসের জন্য যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তাতে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে আরো মানুষ মারা যাবে।’

প্রকাশ :মার্চ ১১, ২০২০ ২:০৪ অপরাহ্ণ