২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩৬

রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক ঘর

প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে মিরপুর রূপনগর বস্তির আগুন।  বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে সূত্রপাত হওয়া আগুন বেলা সাড়ে ১২টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের সদস্যরা।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার  এ তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, আগুনে শতাধিক ঘর পুড়ে ছাই গেছে।  সব হারিয়ে কেউ রাস্তার পাশে আবার কেউ স্থানীয় ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মালপত্র নিয়ে আশ্রয় নিয়ে নিয়েছে।

এদিকে আগুন লাগার পর ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা।  এসময় তিনি বলেন, বারবার বস্তিতে আগুন লাগাটা দুঃখজনক। এর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সরকার বস্তিবাসীদের পুনর্বাসনে কাজ করছে।  এই রূপনগরে তাদের জন্য ফ্ল্যাট তৈরি করা হচ্ছে, তাদের নামে বরাদ্দ দেওয়া হবে।

এসময় ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন তিনি।

স্থানীয়রা জানান, এই বস্তিতে তিন হাজারের মতো মানুষের বসবাস।  এখানে অবৈধ গ্যাস ও বিদ্যুত সংযোগ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

এদিকে আগুন লাগার পর এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।  শিশুটির মা লাভলী বেগম জানান, তিনি মানুষের বাসায় কাজ করেন।  ৬ বছরের ছেলেকে খুঁজে পাচ্ছেন না তিনি।  আগুন লাগার সময় বাচ্চা ঘরেই ছিল।

প্রকাশ :মার্চ ১১, ২০২০ ১:৪৫ অপরাহ্ণ