২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৪

হটলাইনে কল করলে অ্যাম্বুলেন্সে নিয়ে আসবো: ফ্লোরা

আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, যদি কারো করোনার লক্ষণ, উপসর্গ দেখা দেবে তাদের হট নাম্বারে কল করতে বলা হয়েছে। হটলাইনে কল করার পর, সন্দেহভাজন ব্যক্তির সবকিছু শুনে আইইডিসিআর যদি মনে করে—তার নমুনা সংগ্রহ করা প্রয়োজন, তাহলে তারা সংশ্লিষ্ট ব্যক্তির বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে।

‘এছাড়া আইইডিসিআর যদি মনে করে—ওই রোগীকে হাসপাতালে নেওয়া প্রয়োজন, তাহলে আইডিসিআর অ্যাম্বুলেন্স পাঠিয়ে রোগীকে সংশ্লিষ্ট হাসপাতলে নিয়ে যাবে।’

মঙ্গলবার (১০ মার্চ) আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ‌্য জাোন। তিনি বলেন, ‘আমরা সবাইকে পরামর্শ দেই, যারা বিদেশ থেকে আসছেন, যদি লক্ষণ-উপসর্গ থেকে থাকে, আপনারা দয়া করে মুভ করবেন না, আপনারা বাড়িতে থাকুন। একটি ঘরের মধ্যে থাকুন। আমাদের ফোন করুন।’

তিনি বলেন, যদি নমুনা সংগ্রহের প্রয়োজন হয়, আমরা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে আসবো। যদি হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়, কোন হাসপাতালে যাবে, অ্যাম্বুলেন্স পাঠিয়ে আমরা নিয়ে আসবো, যাতে করে তারা গণপরিবহন ব্যবহার না করে।

হটলাইনের নম্বরগুলো হলো—০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ১৬২৬৩।

প্রকাশ :মার্চ ১১, ২০২০ ১:৪০ অপরাহ্ণ