বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা করে আজ সোমবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এ সিদ্ধান্ত নিয়েছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
তিনি বলেছেন, ‘গত কয়েকদিন ধরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সঙ্গে বাফুফে আনঅফিসিয়ালভাবে যোগাযোগ করছিল। আজ সোমবার এএফসি থেকে বাফুফে একটি চিঠি পেয়েছে। করোনা ভাইরাসের কারণে এএফসি জুন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো স্থগিতের নির্দেশনা দিয়েছে। আমরা তাদের সঙ্গে একমত হয়েছি। ম্যাচগুলো কবে হবে, তা পরে জানিয়ে দেবে এএফসি।’
তিনি আরো বলেছেন, ‘গত বৃহস্পতিবার ফিফার সদর দপ্তর জুরিখে করোনা ভাইরাস নিয়ে মিটিং হয়। এএফসি ফিফার সঙ্গে আলোচনা করেছে। ওরা প্রতিটি দেশকে লিখিত প্রস্তাব পাঠায়। এটা আমরা পেয়েছি। এটা আমাদের সভাপতি, জাতীয় দল কমিটি, দলের চিকিৎসক সবার সঙ্গে আলাপ করেছে। প্রস্তাবের প্রথমটা মার্চ ও জুনের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত করার জন্য বলেছে। এবং এরপর সূচি দেয়নি কবে সেটা হবে। পরবর্তী সূচি কবে দেবে, সেটা জানাবে এএফসি। শুধু বাংলাদেশ না, এশিয়ার সব দেশকে জানানো হবে। এরপরও কেউ যদি খেলা আয়োজন করতে চায়, তাহলে প্রতিপক্ষের সম্মতি নিয়ে লিখিত সম্মতি ফিফা ও এএফসিকে জানিয়ে সেটা অনুমোদন করিয়ে নিতে হবে। এক্ষেত্রে সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয় দেখতে হবে। গুরুত্ব দিতে হবে।’
‘এই চিঠি পাওয়ার পর জাতীয় দল কমিটি, কোচ, সভাপতি সিদ্ধান্ত নিয়েছি আমরা খেলা আয়োজন করছি না। আজ-কালকের মধ্যে সেটা আমরা এএফসিকে জানিয়ে দেব যে আমরা তাদের প্রস্তাবের সঙ্গে একমত। কিছুদিন আগের পরিস্থিতি এবং গতকালের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যেহেতু বাংলাদেশে করোনা ভাইরাস পাওয়া গেছে, তাই বাফুফের অবস্থান এ ক্ষেত্রে জিরো টলারেন্স। এমন কিছু করা ঠিক হবে না, যেখানে ঝুঁকি থাকে। মার্চ মাসের দুটো ম্যাচ, কাতারের অ্যাওয়ে ম্যাচ হচ্ছে না। কাতারের ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। কাতার অনেক দেশকে ট্রাভেল ব্যান দিয়েছে। সেখানে তালিকায় বাংলাদেশও আছে।’ যোগ করেন তিনি।
বাংলাদেশের ম্যাচ না থাকায় কোচিং স্টাফ ও অন্যান্যদের ছুটি দেওয়া হয়েছে। তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন। তবে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও মহিলা লিগ চলবে।
শুধু বাংলাদেশের নয়, মার্চ থেকে জুন পর্যন্ত এশিয়া অঞ্চলের সবগুলো দলের ম্যাচ স্থগিত করা হয়েছে। এই ম্যাচগুলোর নতুন দিন-তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।