করোনাভাইরাসের চিকিৎসার জন্য ৩টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।
সোমবার (০৯ মার্চ) করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রস্তত রাখা হয়েছে। এছাড়া, ৪টি হটলাইন ২৪ ঘণ্টার জন্য খোলা রাখা হয়েছে।
আজ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন উপস্থাপন করা হয়। এখন এ বিষয়ে শুনানি চলছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।