১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:১৮

হাসপাতালে ডিপজল

 

বিনোদন প্রতিবেদক : হাসপাতালে ভর্তি করা হয়েছে জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে।

কয়েকদিন ধরে ঠান্ডায় ভুগছিলেন তিনি। বুকে কফ জমেছে। গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়।  এ তথ্য জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘ডিপজল ভাই কয়েকদিন ধরে অসুস্থ রোধ করছিলেন। এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিয়া ভাইসহ (নায়ক ফারুক) আমরা তাকে দেখতে গিয়েছিলাম। চিকিৎসা চলছে। আশা করছি, খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।’

ডিপজল অভিনীত ‘সৌভাগ্য’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এফ আই মানিক পরিচালিত এ সিনেমায় ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। এটি ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডিজে সোহেল প্রমুখ।

প্রকাশ :মার্চ ৮, ২০২০ ১:১৩ অপরাহ্ণ