১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

‘অধিনায়ক’ মাশরাফির অবসর ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের হয়ে ২০১০ সালে প্রথম ওয়ানডে অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে মাশরাফি বিন মর্তুজার। তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়ায় অধিনায়কত্বও হারান তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে আবার ওয়ানডে অধিনায়কত্ব ফিরে পান। সেই জিম্বাবুয়ের বিপক্ষেই অধিনায়কত্ব ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন ‘নড়াইল এক্সপ্রেস’।

সিলেটে আগামীকাল সিরিজের শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়ে অধিনায়কত্ব থেকে বিদায় নিতে চলেছেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’। আজ বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন গণমাধ্যমকে।

‘জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। তবে খেলোয়াড় হিসেবে আমি জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবো। আমি আজ সকালে সিদ্ধান্তটি নিয়েছি। পেশাদারিত্বের জায়গা থেকে আমার এমন সিদ্ধান্ত।’- অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো নিয়ে বলেন মাশরাফি।

কেন এভাবে হুট করে সরে যাওয়া? এর উত্তরও দিয়েছেন মাশরাফি। তিনি আরো যোগ করেন, ‘বিসিবি এখন থেকে ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছে। তারা চাচ্ছে নতুন অধিনায়ককে এখন থেকে তৈরি করতে। আর এ সিদ্ধান্তে আমি বোর্ডের সাথে একমত। তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো।’

মাশরাফি বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক। এখন পর্যন্ত ৮৭ ম্যাচে অধিনায়কত্ব করে বাংলাদেশকে এনে দিয়েছেন ৪৯টি জয়। হার দেখেছেন ৩৬ ম্যাচে। আর ফলাফল হয়নি মাত্র ২ ম্যাচে। এছাড়াও তার অধিনায়কত্বে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের (২০১৫) কোয়ার্টার ফাইনাল খেলে।২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালও খেলে। ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে তার নেতৃত্বেই প্রথম কোনো শিরোপা জেতে টাইগাররা।

অধিনায়কত্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ‘পঞ্চাশতম’ জয় এনে দিতে পারবেন কি মাশরাফি বিন মর্তুজা!

প্রকাশ :মার্চ ৫, ২০২০ ৫:১৬ অপরাহ্ণ