১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৪

স্ট্রোক-ক্যান্সারের সঙ্গে লড়ছেন রোনাল্ডোর মা

 স্পোর্টস ডেস্ক: স্ট্রোক করে হাসপাতালে ভর্তি ক্রিশ্চিয়ানো রোনান্ডোর মা দোলোরেস আভেইরো। তিনি আগে থেকেই ক্যানসারে আক্রান্ত।

মায়ের অসুস্থতার খবর শুনে স্থির থাকতে পারেননি রোনাল্ডো। সোজা ইতালি থেকে পর্তুগালের নিজ শহর মাদেইরাতে উড়ে গেছেন তিনি। মায়ের দেখভাল করছেন সিআর সেভেন।

ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরে স্ট্রোক করেন রোনাল্ডোর মা। তাকে মেন্দোনকা দে ফানচালের ডক্টর নেলিও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মায়ের সবশেষ পরিস্থিতি জানিয়ে টুইট করেছেন জুভেন্টাস তারকা। তিনি লিখেন, আমার মায়ের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। হাসপাসালে তার বর্তমান পরিস্থিতি স্থিতিশীল। ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। উনার দেখভালের জন্য সেখানকার চিকিৎসকদের ধন্যবাদ জানাচ্ছি। আমি ও আমার পরিবার কৃতজ্ঞ।

রোনাল্ডোসহ আভেইরোর চার সন্তান। তবে তারা কেউই মায়ের অসুস্থতা নিয়ে প্রকাশ্যে কিছু বলেন। বরং গোপনীয়তা রক্ষার জন্য পরিবারের তরফে স্থানীয় স্বাস্থ্য দফতরে অনুরোধ করা হয়েছে।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইস্কেমিয়া টাইপের স্ট্রোক হয়েছে আভেইরোর। এ ধরনের স্ট্রোক খুবই সাধারণ। এতে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে।

এমনিতেই রোনাল্ডোর মা ক্যান্সার রোগী। ২০০৭ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হন তিনি। পরে সেরেও ওঠেন তিনি। তবে গেল বছরের শুরুতে আভেইরো জানান, ফের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ছেলে রোনাল্ডোর ৩৫তম জন্মদিন পালন করতে ইতালিতে যান আভেইরো। ওই সময় তিনি জানান, নতুন করে ক্যান্সারের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। প্রাণঘাতী এ রোগ তার জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে। স্বাভাবিক জীবন দুর্বিষহ করে তুলেছে।

প্রকাশ :মার্চ ৪, ২০২০ ৫:৫৮ অপরাহ্ণ