১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১১

করোনায় মৃতের সংখ‌্যা বেড়ে ৩২০২, আক্রান্ত ৯৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ২০২ জন দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৮৬২ জন। বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

তবে এখন পর্যন্ত ৫০ হাজার ৬৯১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবারে চীনে আরো ৩৮ জন মারা গিয়েছেন। এরমধ্যে তিনজন হুবেই প্রদেশের। চীনে মৃতের সংখ্যা ২ হাজার ৯৮১ জন। করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ২৭০। এর মধ্যে মোট ৪৯ হাজার ৮৫৬ জন রোগী সুস্থ হয়েছেন। চীনের মূল ভূখণ্ডের বাইরে মোট ২১৯ জন মারা গেছে।

চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত ৫ হাজার ৩২৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৩১ জন।

ইরানের ২৩ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেখানে মোট দুই হাজার ৩৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ৭৭ জন মারা গেছেন।

ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। দেশটিতে ইতোমধ্যে দুই হাজার ৫০২ জন আক্রান্ত হয়েছেন।

অন্যান্য দেশগুলোর মধ্যে জাপান ১২, মার্কিন যুক্তরাষ্ট্র নয়, হংকং দুই, ফ্রান্সে চারজন মারা গেছে। ফিলিপাইন, তাইওয়ান, অস্ট্রেলিয়া এবং থাইল্যান্ডে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়। যার সমাধান স্বরুপ এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।

প্রকাশ :মার্চ ৪, ২০২০ ১২:৫১ অপরাহ্ণ