১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৬

আহত দেব

বিনোদন ডেস্ক : শুটিং সেটে আহত হয়েছেন টলিউড অভিনেতা দেব।

তার পরবর্তী সিনেমা ‘গোলন্দাজ’। এ সিনেমার শুটিং সেটে আঘাত পেয়েছেন তিনি। বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলে ফ্র্যাকচার হয়েছে। আপাতত বাড়িতে বিশ্রামে রয়েছেন। আগামী তিন সপ্তাহ তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। তাকে নিয়ে পরিচালক ধ্রুব ব্যানার্জি নির্মাণ করছেন ‘গোলন্দাজ’ চলচ্চিত্র। এতে নগেন্দ্রপ্রসাদের চরিত্র রূপায়ন করছেন দেব। কিন্তু সে অর্থে কখনো ফুটবল খেলেননি দেব। তারমধ্যে ৩৫ বছর বয়সে ফুটবলারের চরিত্র!

দেব শুরুতেই ঠিক করেছিলেন বডি ডাবল নেবেন না। এজন্য শুটিং শুরুর আগে টানা দুই মাস ফুটবলার হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন। বুট পরা ব্রিটিশদের বিরুদ্ধে প্রখর রোদে খালি পায়ে ফুটবল খেলে এক মুন্সিয়ানা দেখিয়েছেন দেব। শুটিংয়ে ফুটবলার হিসেবে তার একাগ্রতা দেখে অনেকে চমকে গিয়েছেন।

এর আগে সিনেমাটিতে দেবের লুক প্রকাশিত হয়েছে। চেহারার মধ্য দিয়ে ওই সময়টাকে ধরা দেবের জন্য চ্যালেঞ্জিং ছিল। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নগেন্দ্রপ্রসাদের কম বয়সের একটা ছবি আমাদের কাছে আছে। চেষ্টা করা হয়েছে, তার যতটা কাছাকাছি যাওয়া যায়।’

এরকম একটি ঐতিহাসিক চরিত্র পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলাও কঠিন। এ নিয়ে দেব বলেন, ‘উনি জমিদার বাড়ির ছেলে ছিলেন। চেহারা, গায়ের রং, শরীরী ভাষা সবটাই আয়ত্ত করার চেষ্টা করেছি ওয়ার্কশপের সময়ে।’

দেব ছাড়াও এতে অভিনয় করছেন—অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়, ইশা সাহা প্রমুখ।

প্রকাশ :মার্চ ৪, ২০২০ ১২:৪৭ অপরাহ্ণ