১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫০

বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ, দুই জনের লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙায় বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর দুটি লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। নিহতদের মধ্যে বিজিবির এক সদস্যও রয়েছেন। তবে স্থানীয়দের দাবি, এই ঘটনায় একই পরিবারের তিন জনসহ পাঁচ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

সংঘর্ষে মাটিরাঙা উপজেলার গাজীনগর এলাকার মো. সাহাব উদ্দিন মিয়া (৫৫), তার বড় ছেলে আলী আকবর (২৭) ও ছোট ছেলে আহমদ আলী (২৪) এবং একই এলাকার সিরাজ মিস্ত্রির ছেলে মফিজ মিয়া (৫০) মারা গেছেন বলে দাবি করেন নিহত সাহাব উদ্দিন মিয়ার মেয়ে নিলুফা বেগম। তিনি বলেন, বিদ্যুতের লাইন যাওয়ার কারণে তারা বেশ কিছু দিন আগে একটি গাছ কেটে রেখেছেন। আজ বেলা ১১টার দিকে পাঁচ টুকরা গাছ গাজিনগর বাজার স’ মিলে নেওয়ার সময় বিজিবি বাধা দেয়। এসময় বিজিবির সঙ্গে নিহত সাহাব উদ্দিন ও তার দুই ছেলের তর্ক শুরু হয়। তর্কাতর্কির একপর্যায়ে বিজিবি সদস্যরা গুলি করলে ঘটনাস্থলে একই পরিবারের তিন জন মারা যান। এ বিষয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মো. শামছুদ্দিন ভুইয়া জানান, তারা এখনও ঘটনাস্থলে যাননি। তবে আকবর আলী ও বিজিবি সদস্য শাওন নামে দুজন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন।

মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বিভিশন কান্তি দাশ জানান, তিনি হতাহতের ঘটনা শুনেছেন। তিনি হাসপাতালে আছেন এবং সেখানে এক বিজিবি সদস্যসহ দুজনের লাশ রয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি শুনেছেন।

প্রকাশ :মার্চ ৩, ২০২০ ৪:০৬ অপরাহ্ণ