মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।
চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দুই হাজার ৯৪৩ জন। শুধু হুবেই প্রদেশে নতুন করে ৩১ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে এটিই সবচেয়ে কম সংখ্যা।
চীনের বাইরে ১৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডে এপর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজার ১৫১ জন। বিশ্বব্যাপী মোট আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৫০৬ জন।
অন্যান্য দেশগুলোর মধ্যে ইরানে ৬৬, ইতালিতে ৫২, দক্ষিণ কোরিয়া ২৮, জাপান ১২, মার্কিন যুক্তরাষ্ট্র ৬, হংকং ও ফ্রান্সে দুইজন মারা গেছে। ফিলিপাইন, তাইওয়ান, অস্ট্রেলিয়া এবং থাইল্যান্ডে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়। যার সমাধান স্বরুপ এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

