১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৫

ঢাকার মানববন্ধন একদিন পেছাল বিএনপি

ওয়াসার পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্বঘোষিত সোমবারের মানববন্ধন কর্মসূচি একদিন পিছিয়েছে বিএনপি। ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে দলটি।

গত শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রবিবারের কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। সেদিন সারাদেশে মানববন্ধন কর্মসূচি করার ঘোষণা দেওয়া হলেও ঢাকার কর্মসূচি একদিন পেছানো হয়। তবে সারাদেশের জেলা শহরে এই কর্মসূচি যথারীতি সোমবার পালিত হবে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপিকে মানববন্ধন কর্মসূচি একদিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন। এ কারণে সারাদেশে সোমবার কর্মসূচি পালন করলেও ঢাকায় মানববন্ধন হবে মঙ্গলবার।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মানববন্ধন কর্মসূচি ভিভিআইপি মুভমেন্টের কারণে একদিন পেছানো হয়েছে। ঢাকায় এই কর্মসূচি মঙ্গলবার করা হবে।

প্রকাশ :মার্চ ২, ২০২০ ১২:৪৮ অপরাহ্ণ