১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৮

প্রাইভেটকার খাদে পড়ে আগুন, নিহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আগুন ধরে গেছে। এ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

রবিবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক আবুল বাশার বলেন, প্রাইভেটকারটি বরিশাল থেকে ঢাকা অভিমুখে দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। পরে প্রাইভেটকারটিতে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে হতাহতদের উদ্ধার করে। মারাত্মক আহত দুইজনকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

প্রকাশ :মার্চ ১, ২০২০ ৬:২০ অপরাহ্ণ