১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৪

৬ দেশকে পর্যটন ভিসা দিচ্ছে না সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস আতঙ্কে ছয়টি দেশের নাগরিকদের পর্যটন ভিসা দেয়া আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

শুক্রবার দেশটির পর্যটন মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

দেশগুলো হচ্ছে, চীন, ইতালি, কোরিয়া, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কাজাখিস্তান।

ইলেক্ট্রনিক ভিসা ও প্রচলিত অন অ্যারাইভাল ভিসা দেয়াও বন্ধ থাকবে বলে ঘোষণায় বলা হয়েছে।

যেসব দেশ ইলেক্ট্রনিক ভিসার জন্য যোগ্য না, তারা ০০৯৬৬৯০০০০৮৯০ নম্বরে কল দিয়ে জানতে পারবেন যে ভ্রমণ করতে পারবেন কিনা।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের বাসিন্দারাও এই নম্বরে কল দিতে পারবেন।

এর আগে ওমরাহ পালন ও মক্কায় ভ্রমণে অস্থায়ী নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৯, ২০২০ ৩:০৩ অপরাহ্ণ