১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

করোনা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানের পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) মারাত্মক রূপ নেয়ায় পার্লামেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। শুক্রবার ইরানিয়ান মজলিসের সর্বোচ্চ নিতীনির্ধারক ফোরামের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির সংবাদ সংস্থা ইরনা এই খবর জানিয়েছে।

ইরনা জানিয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত পার্লামেন্ট বন্ধ থাকবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে এখন পর্যন্ত ৩৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং নিহত হয়েছেন ৩৪ জন।

তবে বিট্রিশ সংবাদসংস্থা বিবিসি ইরানের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে নিহত হয়েছেন অন্তত ২১০ জন এবং আক্রান্তের সংখ্যা ইরান যেটি জানিয়েছে তারচেয়ে ছয় গুণ বেশি।

এরই মধ্যে ইরানের ভাইস প্রেসিডেন্ট ও একজন মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১২:২৫ অপরাহ্ণ