১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

বিএনপির পল্টনের সমাবেশ স্থগিত, বিক্ষোভ হবে থানায় থানায়

দুর্নীতি মামলায় কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিলো বিএনপি। কিন্তু অনুমতি না মেলায় কর্মসূচি থেকে সরে গেছে দলটি।

শনিবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী এ কথা জানান। সমাবেশের বদলে রবিবার রাজধানীর প্রতিটি থানায় থানায় বিক্ষোভ করবে বিএনপি।

এদিকে সমাবেশের ঘোষণা দেয়ায় শনিবার সকাল থেকে নয়াপল্টনে বিপলু সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো সেখানে অবস্থান করছেন।

অন্যদিকে কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টার পর আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও নিতাই রায় চৌধুরী, জয়নাল আবদিন ফারুকসহ কয়েকজন নেতা আসেন।

গত বৃহস্পতিবার জামিন আবেদন খারিজ করে হাইকোর্ট। পরে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের ঘোষণা দেয় বিএনপি।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১২:১৯ অপরাহ্ণ