১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৮

রাস্তায় হাঁটছে মাথা বিহীন মানুষ

জনাকীর্ণ রাস্তা। গাড়ি চলছে। পথচারীরা যে যার কাজে ব্যস্ত। এরই মাঝে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। মাথা বিহীন এক মানুষ হেঁটে রাস্তা পার হচ্ছে। হাতে একটি লাল ব্যাগ। তাকে দেখে থমকে যাচ্ছে পথচারীরা। কেউ ভয়ে, কেউ বিস্ময়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। গাড়িগুলো দ্রুত স্থান ত্যাগ করছে।

সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এটি কোথায় ধারণ করা হয়েছে তা ঠিকঠাক জানা যায়নি। তবে রাস্তা, পথচারী এবং অন্যান্য দৃশ্য দেখে ধারণা করা হচ্ছে এই দৃশ্যটি দক্ষিণ এশিয়ার কোনো দেশের। এমনকি এই ভিডিও কবে ধারণ করা হয়েছে সেটিও অজানা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর এটি নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন সবাই। কেউ কেউ এটিকে ভিডিও সম্পাদনার কারসাজি বলছেন। আবার অনেকে ভাইরাল হওয়া এই ভিডিওটিকে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার সঙ্গে তুলনা করছেন।

তবে যাই হোক না কেন ভিডিওটি সবার মাঝে কৌতূহল তৈরি করেছে। কারণ এমন দৃশ্য ভৌতিক সিনেমাতে দেখা গেলেও বাস্তবে দেখা যায় না। তাই ভিডিওতে অংশ নেয়া ব্যক্তি ও তার ধারণকারী উভয়ই প্রশংসা পাচ্ছেন।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১২:৪২ অপরাহ্ণ