৬ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

যেভাবে সাত পাকে বাঁধা পড়লেন ক্রিকেটার সৌম্য সরকার

শুরু হলো ক্রিকেট তারকা সৌম্য সরকারের জীবনের নতুন ইনিংস। চোখ ধাঁধানো উৎসব আমেজে সাত পাকে বাঁধা পড়লেন এই জাতীয় দলের ক্রিকেটার।

জমজমাট আয়োজনে সৌম্য সরকার ও কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বুধবার রাত ৮টায় ঢাক-ঢোল পিটিয়ে আর বাদ্য বাজিয়ে বিশাল বহর নিয়ে বরযাত্রী আসে খুলনা ক্লাবে। সেখানে বরযাত্রীদের বরণ করা হয় ফুল ছিটিয়ে।রাত সোয়া ১০টায় অগ্নিকে স্বাক্ষী রেখে সাত পাকে ঘোরেন বর-কনে দু’জন। এরপর একে-অপরে মালা বদল করেন। এ সময় ঢাক ঢোল করতাল কাশার বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারদিক। এভাবে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় ক্রিকেট তারকার বিয়ে। এ সময় দুই পরিবারের নিকট আত্মীয়রা আশীবার্দ করেন নতুন বর-বধূকে।

সৌম্য তাদের নতুন জীবনের জন্য শুভ কামনা প্রার্থনা করেন। এরপর কনেকে নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন সৌম্য সরকার ও তার পরিবার।

আগামী ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে অনুষ্ঠিত হবে এই দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা। এতে স্থানীয় এবং ক্রিকেটাঙ্গণের ভিআইপিরাও আমন্ত্রিত হতে পারেন।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১২:৩৮ অপরাহ্ণ