বাড়ি থেকে সকালে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফেরেনি তারা। নিখোঁজের দু’দিন পর সোমবার ফুলপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ মেয়েদের পরিবার।
নিখোঁজ চার জনের বাড়ি ফুলপুর উপজেলার পূর্ব বাখাই গ্রামে তারা দু’জন আপন বোন ও একজন তাদের চাচাত বোন এবং অপরজন প্রতিবেশী বান্ধবী।
পরিবার থেকে জানায়, গত ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে নিখোঁজ চার মেয়ে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু বাড়ি ফেরার সময় পার হয়ে গেলেও তারা বাড়িতে আসেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।
প্রতিবেশী রফিকুল জানান, একসঙ্গে চার মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় এলাকায় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। কোনো অপহরণ চক্র বা খারাপ মানুষের পাল্লায় পড়েছে কিনা এ নিয়ে আশঙ্কা করছেন তাদের পরিবারের সদস্যরা।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে চারজন নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গেছেন। তবে, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ‘নিখোঁজ মেয়েদের উদ্ধারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। খুব দ্রুতই উদ্ধার হবে।’