১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি : সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত থাকা অ্যাকাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার বিকাল তিনটায় অ্যাকাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়।

এর আগে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার পক্ষে সিদ্ধান্ত নেয়। অ্যাকাডেমিক সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগের নিয়মে নিজস্ব পদ্ধতিতেই স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বুয়েটের উপাচার্যরা জানান, অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০২০ ৬:২৩ অপরাহ্ণ