১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০১

চীনের কারাগারগুলোতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক : চীনের তিনটি প্রদেশের কারাগারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। শুক্রবার দেশটির কর্মকর্তরা এ তথ্য জানিয়েছেন।

তারা জানান, তিন প্রদেশের কারাগারগুলোতে পাঁচ শতাধিক কয়েদির করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

হুবেই প্রদেশের কারাগারে শুক্রবার নতুন করে ২২০ জন আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে। তবে কখন এরা আক্রান্ত হয়েছে তা জানানি কর্মকর্তারা। তবে মোট আক্রান্তের সংখ্যা ২৭১ বলে জানিয়েছেন তারা। এদের মধ্যে ২৩০ জন উহানের নারী কারাগারের কয়েদী। এ ঘটনায় নারী কারাগার প্রধানকে বরখাস্ত করা হয়েছে।

পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের রেনচেং কারাগারে বৃহস্পতিবার ২০০ কয়েদী ও সাত কারারক্ষীর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত সপ্তাহে এই কারাগারের সংশোধন কর্মকর্তা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন। এ ঘটনায় প্রাদেশিক বিচার বিভাগের কমিউনিস্ট পার্টির কর্মকর্তা ও সাত কারাকর্মকর্তাকে অপসারণ করা হয়েছে।

দক্ষিণের প্রদেশ ঝিজিয়াংয়ের শিলিফেং কারাগারের ৩৪ কয়েদী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বৃহস্পতিবারই ২৭ জনের আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় দুই কারা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ২২, ২০২০ ১:০৬ অপরাহ্ণ