দুর্নীতি মামলায় সাজা হওয়ার পর কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় বের করা বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এতে বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ দলটির আট নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি।
শনিবার বেলা ১১টার দিকে মিরপুর ৬ নম্বর থেকে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে মিছিলটি বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, সকাল ১১টার দিকে মিরপুর ৬ নম্বর থেকে শুরু হয়ে মিছিলটি মেইন রোডের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ অতর্কিতভাবে তাদের ওপর হামলা ও লাঠিপেটা করে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে তিনি নিজে এবং ছাত্রদল-যুবদলের আটজনের মতো নেতাকর্মী আহত হন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি কাওসার আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাইফুল ইসলাম তুহিনসহ স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।