কয়েকদিন আগে অস্কার অ্যাওয়ার্ডের লাল গালিচায় ৭৯ বছর বয়সি আল পাচিনোকে একা দেখা যায়। এরপরই ডোহানের সঙ্গে এই অভিনেতার ব্রেকআপের গুঞ্জন শুরু হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রেকআপের খবরটি নিশ্চিত করেছেন মেইটাল ডোহান।
৪০ বছর বয়সি এই ইসরায়েলি অভিনেত্রী বলেন, ‘এত বয়স্ক ব্যক্তির সঙ্গে থাকাটা কঠিন; সেটি আল পাচিনো হলেও। হ্যাঁ, বয়সের পার্থক্য খুবই কঠিন বিষয়। আমি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু সত্যি বলতে তিনি বৃদ্ধ হয়ে গেছেন। তাই আমার সমস্ত ভালোবাসা সত্ত্বেও এই সম্পর্ক টেকেনি।’
আল পাচিনোর সঙ্গে সম্পর্ক দুই বছরের। এই সময়ে তিনি কী গিফট পেয়েছেন জানতে চাইলে ডোহান বলেন, ‘তিনি আমাকে শুধু ফুল কিনে দিয়েছেন। ভদ্রভাবে বললে, তিনি টাকা খরচ করতে চান না।’
তবে ব্রেকআপের পরও আল পাচিনোর সঙ্গে বন্ধুত্ব রাখতে চান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘সম্প্রতি তার সঙ্গে আমার ঝগড়া হয় এবং তাকে ছেড়ে চলে আসি। তবে আমি তাকে অনেক ভালোবাসি। তার প্রয়োজনে পাশে থাকতে পারলে খুশি হবো। ভীষণ আনন্দিত যে আমরা সম্পর্কে জড়িয়েছিলাম। আমরা ভালো বন্ধু হয়ে থাকব।’
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

