১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৫

রিসেপশনে কী পরবেন সৃজিত-মিথিলা?

বিনোদন ডেস্ক : বিয়ে তো বটেই, বিবাহত্তোর সংবর্ধনা নিয়েও হয়েছে লুকোচুরি। কিন্তু তা আর গোপন থাকেনি। প্রকাশ্যে চলে এসেছে সৃজিত-মিথিলার বিয়ের কার্ড। এতে জানা যায়, আগামী ২৯ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে এই নব দম্পতির রিসেপশন।

এ উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। এদিন কী পরবেন সৃজিত-মিথিলা? এ নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল। কিন্তু সেটাও ঠিক হয়ে গেছে।

ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘সৃজিত-মিথিলা দু’জনই আমার কাছে এসেছিলেন। দুজনেরই পছন্দের রং লাল। শুনলাম মিথিলা লাল রঙের শাড়ি পরছে। এটা মাথায় রেখে সৃজিতের পোশাকের জন্য লাল রং বেছে নিয়েছি। আচকান আর ধুতি পরবে সৃজিত। পোশাকে ঘন সুতার কাজ থাকবে। আর মিথিলা পছন্দমতো শাড়ি পরবে। আর একটা ওড়না দিচ্ছি।’

সৃজিতের পরবর্তী সিনেমা ‘কাকাবাবু’। এজন্য সৃজিতের আচকানের কারুকাজে জঙ্গলের নানা মোটিফ থাকবে বলে জানান শর্বরী। বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে সৃজিতের কাছের বন্ধু-বান্ধব উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মিথিলা।

গত ৬ ডিসেম্বর কলকাতায় রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত-মিথিলা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশ :ফেব্রুয়ারি ২০, ২০২০ ১:৪৩ অপরাহ্ণ