১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৪

বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল দুই চালকের

কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খুটাখালীস্থ মেধাকচ্ছপিয়া সংলগ্ন চারা বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোরশেদুল আলম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক ঘটনাস্থলেই মারা যান। আহত হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও এক চালক মারা যান। বাকি আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০২০ ৩:৫৪ অপরাহ্ণ