১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

ক্যামেরুনে হামলায় শিশুসহ নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকা মহাদেশের ক্যামেরুনের উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে এক হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত শুক্রবার হামলার ঘটনাটি ঘটলেও এখনও পর্যন্ত কেউ হামলার ঘটনায় দায় স্বীকার করেনি। তবে ক্যামেরুনের বিরোধীদল এ ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে।
জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থতা ওসিএইচ-র কর্মকর্তা জেমস নুয়ান জানান, হামলার ঘটনায় নিহতদের মধ্যে ১৪টি শিশু রয়েছে এবং তাদের নয় জনের বয়স পাঁচ বছরের নিচে। এছাড়া নিহতদের মধ্যে এক গর্ভবতী নারীও রয়েছে।
জেমস নুয়ান আরো জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকার বাসিন্দারা ‘আতঙ্কগ্রস্ত’ হয়ে আছে।
‘‘যে গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে তারা সামনে আরও সহিংসতা হবে বলে হুমকি দিয়েছে। আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই এ ঘটনায় প্রচণ্ড আতঙ্কিত হয়ে আছে’’
অন্যদিকে দেশটির বিরোধীদল ‘মুভমেন্ট ফর দ্য রিবার্থ অব ক্যামেরুন’ এক বিবৃতিতে দাবি করেছে, হামলার ঘটনার জন্য ‘স্বৈরাচারী শাসনব্যবস্থা ও ক্যামেরুনের নিরাপত্তা বাহিনীগুলোর প্রধানকে দায়ী করা হয়েছে।
বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অন্যতম নেতা আগবর এমবালা ঘটনার জন্য ‘রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী’ কে দায়ী বলে মন্তব্য করেছেন।
কিন্তু দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০২০ ১:৩২ অপরাহ্ণ