১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৬
সিরাজগঞ্জ জেলা-যুগান্তর

সিরাজগঞ্জে বাস খাদে পড়ে ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাস খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমসংযোগ মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মনজিল হক জানান, বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে ঢাকা যাওয়ার পথে মহাসড়কের তালুকদার বাজার এলাকায় শাহ ফতে আলী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৬, ২০২০ ২:৫৯ অপরাহ্ণ