১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

মালিতে বন্দুকধারীদের হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ মালিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩১ জন বেসামরিক নাগরিক ও ৯ জন সেনা সদস্য। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এর আগে গত মার্চে দেশটির ফুলানি গ্রামে দোগন সম্প্রদায়ের হামলায় ফুলানি গোষ্ঠীর ১৬০ জন নিহতের ঘটনা ঘটেছিল।

গ্রাম প্রধান আলে ওসমানি বারে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রায় ৩০ বন্দুকধারী এই হামলা চালিয়েছে।

তিনি বলেন, ‘বাড়ি ও শস্য পুড়িয়ে দেওয়া হয়েছে। গবাদি পশুগুলোও পুড়িয়ে হত্যা করা হয়েছে অথবা সেগুলো নিয়ে যাওয়া হয়েছে।’

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ২৮ জন নিখোঁজ রয়েছে। হামলার জন্য তিনি দোগন গোষ্ঠীর শিকারি দলকে দায়ী করেছেন।

মালিতে প্রায়ই দোগন ও ফুলানি গোষ্ঠীর মধ্যে সংঘাত-সহিংষতার ঘটনা ঘটে। শতাব্দির পর শতাব্দি ধরে দোগন সম্প্রদায় মধ্য মালিতে বাস করে আসছে। ঐতিহ্যগতভাবে তারা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। আর ফুলানি সম্প্রদায় পশু পালন ও বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০২০ ৬:১৭ অপরাহ্ণ