১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

কোমল, দাগহীন ত্বকের জন্য তিনটি ফেসপ্যাক

নিজস্ব প্রতিবেদক:
ত্বক কোমল ও দাগহীন রাখতে চান? সঠিক খাদ্যাভ্যাস আর বিভিন্ন প্রাকৃতিক উপাদানের ব্যবহার ত্বককে ভালো রাখতে সাহায্য করে।
পদ্ধতি : ‌১
যা লাগবে
ধনেপাতা
হলুদ গুঁড়া
যেভাবে ব্যবহার করবেন
দুই টেবিল চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ধনেপাতা ব্লেন্ড করে ভালো পেস্ট তৈরি করে নিন। পেস্টটি মুখে লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার করে ব্যবহার করুন। এতে ব্ল্যাক হেডসের সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন।পদ্ধতি : ২
যা লাগবে
বেসন
দই
মধু
হলুদ
যেভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে দুই টেবিল চামচ বেসন, এক টেবিল চামচ দই, এক চা চামচ মধু ও এক চিমটি হলুদ গুঁড়া নিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি মুখে দিয়ে পাঁচ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বককে কোমল ও লাবণ্যময় করে তুলতে এই প্যাক নিয়মিত ব্যবহার করতে থাকুন।

পদ্ধতি : ৩
যা লাগবে
মুলতানি মাটি
লেবুর রস
চন্দন গুঁড়া
যেভাবে ব্যবহার করবেন
একটি পাত্রে দুই চা চামচ মুলতানি মাটি, এক চিমটি হলুদ গুঁড়া, আধা চা চামচ চন্দন গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে পেস্ট তৈরি করে নিন। লেবুর রস ব্যবহারে ত্বকের সমস্যা হলে এ ক্ষেত্রে তরল দুধ ব্যবহার করতে পারেন। মুখে লাগিয়ে শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বকে ব্রণের সমস্যা দূর করতে এই প্যাক খুবই কার্যকর।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১১, ২০১৭ ১:৪৯ অপরাহ্ণ