রাজধানীর দক্ষিণখানে মা ও দুই সন্তান হত্যার শিকার হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দুই শিশুকে শ্বাসরোধে এবং মাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত গৃহবধূর স্বামী রকিব উদ্দিন ভূঁইয়া নিখোঁজ রয়েছেন। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে দাবি স্বজনদের। পুলিশেরও ধারণা, রাকিবকে ধরতে পারলে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নাভিদ কামাল শৈবাল জানান, তিনটি লাশ দক্ষিণখান কেজি স্কুলের পেছনের প্রেমবাগান ভবনের চতুর্থ তলা থেকে উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, তাদেরকে তিন থেকে চার দিন আগে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে বাড়ির গৃহকর্তা রকিব উদ্দিনের খোঁজ করা হচ্ছে।
তিনি আরো জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে। গৃহকর্তাকে আটক করতে পারলে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব।
শুক্রবার রাতে মা মুন্নি বেগম (৩৭), ছেলে ফারহান আবদীন, ও মেয়ে লাইভা ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়।
রকিব উদ্দিন ভূঁইয়ার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাতসালায়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) উপ-সহকারী প্রকৌশলী তিনি।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

