১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

বিএনপির কর্মসূচি : দেশজুড়ে বিক্ষোভ, নয়াপল্টন টু প্রেসক্লাব মিছিল

দুর্নীতি মামলায় কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার দুপুর দুইটায় ঢাকার নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত মিছিল করবে দলটি। একই সময় সারাদেশেও বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

বিক্ষোভ মিছিলের অনুমতি পেয়েছেন কি না সংবাদ সম্মেলনে করা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘অনুমতির প্রয়োজন নেই। আমরা বারবার বলেছি, এটা অনুমতির বিষয় না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেসারুল হক, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব প্রমুখ।

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০২০ ৪:৩৭ অপরাহ্ণ