১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬

টানা তৃতীয়বার দিল্লির মসনদে কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : টানা তৃতীয় মেয়াদে দিল্লির মসনদে বসছেন আম আদমি পার্টির (এএপি) শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল।

মঙ্গলবার দিল্লির বিধানসভার নির্বাচনের চূড়ান্ত ভোটগণনায় এ ফল পাওয়া গেছে।

স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোটগণনা। প্রথম দিকে প্রতিদ্বন্দ্বী বিজেপি এগিয়ে থাকলেও সময় গড়ানোর সঙ্গে কেন্দ্রে ক্ষমতাসীন দলকে অনেক পেছনে ফেলে এগিয়ে যায় এএপি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ৭০ আসনের মধ্যে এএপি পেয়েছে ৬০টি আর বিজেপি পেয়েছে মাত্র ১০টি।

ভোটের পর সব বুথফেরত সমীক্ষায় এ বারও এএপির জেতার ইঙ্গিত ছিল। সমীক্ষা অবশ্য কখনওই শেষ কথা বলে না। বহু সময়ে বাস্তব ফল যে সমীক্ষার সঙ্গে মেলে না, তা-ও প্রমাণিত। তবে, সাধারণ প্রবণতা হিসেবে এই ধরনের সমীক্ষা স্বীকৃত।

এর আগে ২০১৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬৭টিতেই জিতেছিল এএপি। এবারের প্রচারণায় দিল্লিবাসীর জন্য কেজরিওয়াল দিয়েছিলেন উন্নয়নের প্রতিশ্রুতি। আর লোকসভা নির্বাচনের মতোই বিজেপির পুঁজি ছিল জাতীয়তাবাদী প্রচার।

প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০২০ ৫:০৫ অপরাহ্ণ