আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।
সোমবার একদিনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা এক হাজার ১৬ জন।
মৃতের সংখ্যা এক হাজার পেরিয়ে যাওয়ার কারণে করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ পরিচালনায় নিয়োজিত বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে অপসারণ করেছে চীন।
এর মধ্যে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের প্রধান ও স্বাস্থ্য সচিব।
এছাড়া রেড ক্রসের স্থানীয় অনুদানের পরিচালক অনুদান ব্যবস্থাপনায় কর্তব্য অবহেলা করার জন্য চাকরিচ্যুত হয়েছেন।
এদিকে চীনের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন সংক্রমণের সংখ্যা ২ হাজার ৯৭ জন যা আগের দিন থেকে প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে।