২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১৬

সহপাঠীকে ধর্ষণের প্রতিবাদে সড়কে ছাত্রীরা

পুরান ঢাকার কদমতলী এলাকার একটি বাসায় বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের ছাত্রী যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান করে ধর্ষকদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

গত শনিবার রাত ১১টায় পুরান ঢাকার কদমতলী এলাকায় ওই শিক্ষার্থী ও তার ছোট বোন সংঘবদ্ধ যৌন নিপীড়নের শিকার হন। এই ঘটনায় রানা ব্যাপারী, সোহেল ব্যাপারী ও আক্তার আলী নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কদমতলী থানার পরিদর্শক মাহবুব আলম জানান, ধর্ষণের শিকার দুই কিশোরীর বয়স ১৫ ও ১৩ বছর। দুই কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

নিপীড়নের শিকার ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানান, শনিবার সন্ধ্যায় বাসায় রেখে তাদের বাবা-মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাত ১১টার দিকে তিন লোক বাসায় ঢুকে হাত-পা বেঁধে দুই কিশোরীকে ভোর ৫টা পর্যন্ত সংঘবদ্ধ যৌন নিপীড়ন করে।

রোববার সকালে বিষয়টি পরিবার জানলে কদমতলী থানায় মামলা করা হয়।

প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০২০ ১:৩০ অপরাহ্ণ