১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৬

গোপালগঞ্জে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত

দেশ জনতা ডেস্ক : দুর্বৃত্তের হামলায় বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল-২৪’ এর গোপালগঞ্জ প্রতিনিধি রাজীব আহম্মেদ রাজু আহত হয়েছেন। গোপালগঞ্জ  শহরতলীর লতিফপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের সড়কে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
রাজীব আহম্মেদ রাজু জানান, রাতে যুমনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্নার ঘোষেরচর দক্ষিণপাড়ার গ্রামের বাড়ি থেকে শহরে নিজের বেদগ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি। লতিফপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে পৌঁছালে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা রড ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে জখম করে। এতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
রাজু আরও জানায়, বিভিন্ন সময় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করায় দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে হয়েছে বলে তিনি ধারণা করছেন। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় তিনি ফেরদাউস মোল্লার নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে  অভিযোগ দায়ের করেছেন। ফেরদাউসের সঙ্গে তার কোনও শত্রুতা নেই। তাকে গ্রেফতার করতে পারলেই পুলিশ এ ঘটনার রহস্য উদঘাটন করতে পারবে বলেও তিনি মন্তব্য করেন।
এ ঘটনায়  গোপালগঞ্জ জেলার কর্মরত গণমাধ্যম কর্মী ও গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম নেতারা নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

প্রকাশ :মে ৬, ২০১৭ ১২:১০ অপরাহ্ণ