ক্রীড়া ডেস্ক:
ঘরোয়া টুর্নামেন্ট মিলিয়ন কাপে অপেশাদার আচরণের জন্য তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।এ নিষেধাজ্ঞার কারণে ঘরোয়া এবং আন্তর্জাতিক ও কোনো টুর্নামেন্টে খেলতে পারবেন না ওই তিন ক্রিকেটার।
নিষিদ্ধ হওয়া তিন আফগান ক্রিকেটার হলেন নাজিবুল্লাহ তারাকার, আফতাব আলম এবং নূর-উল-হক মালিকজাই। এক বিবৃতিতে তাদের নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন এসিবি। আম্পায়ারের প্রতিবেদনের উপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নিয়েছে এসিবি ডিসিপ্লিনারি কমিটি।
আফতাব আলমকে চার মাসের জন্য নিষিদ্ধ করেছ এসিবি। দুই মাসের জন্য নিষিদ্ধ নূর-উল-হক মালিকজাই। আর নাজিবুল্লাহ তারাকজাইয়ের শাস্তির মেয়াদ ১০ মাস। ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচে নিষেধাজ্ঞার পাশাপাশি এসিবির সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা।
এর আগে ব্যাট দিয়ে আঘাত করে ফরিদ মালিকের নাক ভেঙ্গে দিয়েছিলেন নাজিবুল্লাহ তারাকাই। আর মিলিয়ন কাপে আম্পায়ারের সিদ্ধান্তের বিপরীতে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আফতাব আলম।
শাস্তিমূলক ভিত্তিতে খেলোয়াড় নিষিদ্ধ করার ঘটনা এটাই প্রথম আফগানিস্তান ক্রিকেট বোর্ডের।