১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫০

সুখর দিলেন অভিনেত্রী এলভিন

  বিনোদন ডেস্ক: দিবসকেন্দ্রিক নাটকগুলোতে অভিনেত্রী তাসুনভা এলভিনের জুড়ি নেই। বিশেষ করে ভালোবাসা দিবসের নাটকে এই মিষ্টি মুখের উপস্থিতি নিয়মিত। তবে বেশ কিছু দিন ধরে অভিনয় থেকে দূরে এলভিন।

এ নিয়ে কানাঘুষা চলছিল। কেন এলভিন নিজেকে গুটিয়ে নিয়েছেন তা নিয়ে আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত সুখবর দিলেন নাটকের প্রিয়মুখ তাসনুভা এলভিন। কি কারণে পর্দায় নেই এই অভিনেত্রী সেই খবর নিতে গিয়ে জানা গেলো, ৫ মাসের অন্তঃসত্ত্বা উদীয়মান এই অভিনেত্রী।

বিষয়টি নিশ্চিত করে তাসনুভা এলভিন গণমাধ্যমকে বলেন, ছয় মাসের বেশি সময় ধরে আমি অভিনয়ে নেই। অনেকেই কারণ জানতে চায়। তার কারণ আমি মা হচ্ছি। মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের মাঝামাঝি সবাইকে খুশির খবর জানাতে পারব।

অনাগত সন্তানের জন্য দোয়া চেয়ে এলভিন বলেন, সবাই দোয়া করবেন আমার জন্য ও আমার বেবির জন্য। আমি আবারও অভিনয়ে ফিরব।

২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন তাসনুভা এলভিন। ২০১৭ সালের ২৬ মার্চ ফাহাদ রিয়াজীকে পারিবারিকভাবে বিয়ে করেন এই অভিনেত্রী।

প্রকাশ :ফেব্রুয়ারি ৯, ২০২০ ৬:০৪ অপরাহ্ণ