২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৪

১৪ রাষ্ট্রদূতের মেয়াদ শেষ হচ্ছে এ বছর

চাকরির মেয়াদ বাড়ানো না হলে ১৪টি দূতাবাসে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হবে এ বছর। এসব দূতাবাসে কর্মরত ১৪ জন রাষ্ট্রদূতের মধ্যে ৯ জন অবসরে যাচ্ছেন। চুক্তিতে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূতদের মধ্যে পাঁচ জনের মেয়াদও এ বছরই শেষ হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

যেসব রাষ্ট্রদূত অবসরে যাবেন, তারা হলেন—উজবেকিস্তানে কর্মরত রাষ্ট্রদূত মাসুদ মান্নান, বেলজিয়ামে মো. শাহাদাত হোসেন, চীনে মাহবুব উজ্জামান, রাশিয়ায় কামরুল আহসান, থাইল্যান্ডে মো. নাজমুল কাউনাইন, মেক্সিকোয় সুপ্রদীপ চাকমা, ভারতে মোহাম্মদ ইমরান, ব্রাজিলে মো. জুলফিকর রহমান ও পোল্যান্ডে কর্মরত মুহাম্মাদ মাহফুজুর রহমান।

এছাড়া, যাদের চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হচ্ছে, তারা হলেন—জার্মানিতে কর্মরত ইমতিয়াজ আহমেদ, ইতালিতে আব্দুস সোবহান শিকদার, সুইজারল্যান্ডে শামীম আহসান, যুক্তরাষ্ট্রে মোহাম্মাদ জিয়াউদ্দীন ও সৌদি আরবে গোলাম মসিহ।

এদিকে, ডেনমার্কে কর্মরত রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল মুহিতকে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত করা হয়েছে। নেপালের রাষ্ট্রদূত মাশফি বিনতে সামসের সেদেশে ছয় বছর দায়িত্ব পালনের পর ঢাকায় চলে আসার কথা রয়েছে। মিশরের রাষ্ট্রদূত মোহাম্মাদ আলি সরকার গত নভেম্বরে অবসরে গেছেন এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত শেখ বেলাল আহমেদ চাকরি থেকে লিয়েন নিয়ে একটি বৈশ্বিক সংস্থায় যোগ দিয়েছেন। এর ফলে ওইসব দূতাবাসে নতুন মুখ দেখা যাবে।

যারা অবসরে যাবেন তাদের মধ্যে তিন জনকে সম্প্রতি নতুন দূতাবাসের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন—চীনে মাহবুব উজ্জামান, রাশিয়ায় কামরুল আহসান ও ভারতে মোহাম্মদ ইমরান।

অবসরে যাবেন যারা

নাম পোস্টিং অবসরের তারিখ
মাসুদ মান্নান উজবেকিস্তান এপ্রিল, ২০২০
মো. শাহাদাত হোসেন বেলজিয়াম জুলাই, ২০২০
মাহবুব উজ্জামান চীন আগস্ট, ২০২০
কামরুল আহসান রাশিয়া ডিসেম্বর, ২০২০
মো. নাজমুল কাউনাইন থাইল্যান্ড অক্টোবর, ২০২০
সুপ্রদীপ চাকমা মেক্সিকো মে, ২০২০
মোহাম্মদ ইমরান ভারত ফেব্রুয়ারি, ২০২০
মো. জুলফিকর রহমান ব্রাজিল ডিসেম্বর, ২০২০
মুহাম্মাদ মাহফুজুর রহমান পোল্যান্ড জুলাই, ২০২০

চুক্তি শেষ হচ্ছে যাদের

নাম দেশ মেয়াদ শেষ হচ্ছে
গোলাম মসিহ সৌদি আরব জুলাই, ২০২০
শামীম আহসান সুইজারল্যান্ড জুন, ২০২০
মোহাম্মাদ জিয়াউদ্দিন যুক্তরাষ্ট্র আগস্ট, ২০২০
ইমতিয়াজ আহমেদ জার্মানি সেপ্টেম্বর, ২০২০
আব্দুস সোবহান শিকদার ইতালি  

বড় ধরনের শূন্যতা

কূটনীতিকদের অবসরে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ও ভারতে সাবেক রাষ্ট্রদূত লিয়াকত আলী চৌধুরী বলেন, ‘এটি একটি বড় শূন্যতা। অনেক বছর ধরে কাজ করছেন তারা। নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক করবে, কীভাবে কী করা যায়।’

ভারত, চীন ও রাশিয়ায় সদ্য যোগ দেওয়া তিন রাষ্ট্রদূতের বিষয়ে তিনি বলেন, ‘তাদের মেয়াদ অবশ্যই বাড়বে। যখন তাদের ওইসব দেশে পাঠানো হয়েছে, তখন বুঝে-শুনেই পাঠানো হয়েছে। তবে বাকিদের ক্ষেত্রে কী হয়, তা অনেক কিছুর ওপর নির্ভর করবে।’

রাষ্ট্রদূত নিয়োগ বা মেয়াদ বাড়ানোর বিষয়ে এই কর্মকর্তা বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সুপারিশ করে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।’

পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে সিদ্ধান্ত নেয় জানতে চাইলে তিনি বলেন, ‘এটি পেশাগত দক্ষতা ও রাজনৈতিক বিবেচনার ওপর নির্ভর করে।’

তিনি জানান, সাধারণত পেশাগতভাবে যারা দক্ষ, তাদেরকেই সরকার বিভিন্ন পদে নিয়োগ দেয়। কারণ, বাইরের লোকদের কূটনীতির বিষয়টি বুঝতে সমস্যা হয়।

সাবেক জেনারেল ও রাষ্ট্রদূত মোহাম্মাদ শহীদুল হক বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মেকানিজম আছে এবং সেগুলো যখন ঠিকমতো কাজ করে, তখন ভালো ফল দেয়।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তার ভৌগোলিক বিভিন্ন অঞ্চল সম্পর্কে জ্ঞান এবং বিভিন্ন অঞ্চলে কাজ করার দক্ষতা থাকে। এগুলো বিবেচনায় নিয়ে তাদের ওইসব জায়গায় পাঠানোর একটি প্রবণতা থাকে বলেও তিনি জানান।

প্রশিক্ষণের ওপর জোর দিয়ে মোহাম্মাদ শহীদুল হক বলেন, ‘বর্তমানে যেসব জুনিয়র অফিসার আছেন—যাদের রাষ্ট্রদূত হওয়ার সম্ভাবনা আছে, তাদের ক্যামব্রিজ, হার্ভার্ড বা অক্সফোর্ডের মতো জায়গায় পড়তে পাঠানো উচিত।’

প্রকাশ :ফেব্রুয়ারি ৯, ২০২০ ৫:৩৩ অপরাহ্ণ