শনিবার হোয়াইট হাউসের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।
বরখাস্তকৃত দুই কর্মকর্তা হলেন, রিপাবলিকান দলের ধনশালী দাতা ও অরিগন রাজ্যের হোটেল ব্যবসায়ী এবং ইউরোপিয়ান ইউনিয়নের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড।
অপরজন হলেন, হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের ইউক্রেন বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ লেফট্যানেন্ট কর্ণেল আলেক্সান্ডার ভিন্ডম্যান।
বুধবার মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি অভিযোগের প্রেক্ষিতে আনা অভিশংসনের প্রস্তাব খারিজ হয়ে যায়। অভিশংসন থেকে রক্ষা পাওয়ার দু’দিন পরে ট্রাম্প তাদেরকে বরখাস্ত করলেন।
এ বিষয়ে শুক্রবার গর্ডন সন্ডল্যান্ড বলেছেন, প্রেসিডেন্ট অভিশংসন থেকে অব্যাহতি পাওয়ার পরপরই দ্রুত সময়ের মধ্যে আমাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, গর্ডনের এ কথা বলার কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউস থেকে অপসারণ করা হয় ভিন্ডম্যানকে। এসময় তার জমজ ভাই ইয়েভজেনিকেও প্রত্যাহার করে দেশের নিরাপত্তা কাউন্সিলের সিনিয়র আইনজীবী থেকে সেনা বিভাগে ফেরত পাঠানো হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, অভিসংশন থেকে অব্যাহতি পাওয়ার পর ট্রাম্প একজন কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন।
গত বছর শেষের দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অভিশংসনের জন্য যে তদন্ত হয়, তার মধ্যে এই দুই কর্মকর্তা ছিলেন প্রত্যক্ষদর্শী সাক্ষী।
কংগ্রেসে গত নভেম্বর মাসে ট্রাম্পের অভিশংসন শুনানিতে সাক্ষ্য দিয়েছিলেন গর্ডন সন্ডল্যান্ড। সে সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, গর্ডন সন্ডল্যান্ড তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।