রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর রাতে আগুন লেগে দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ওই বস্তিতে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। খুব কম সময়েই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কীভাবে আগুন লেগেছে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ভোরের আলো ফুটতেই গৃহহীন মানুষেরা পুড়ে যাওয়া ঘরগুলোতে কিছু টিকে আছে কিনা খোঁজ নিতে শুরু করে। ক্ষতিগ্রস্তদের একজন মালেক বলেন, ‘কিছুই নেই। সব কয়লা।’ আগুনে হতাহত নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যদি গভীর রাতে আগুন লাগতো, তবে কেউ বাঁচতো না।’
এখনও কেউ সহায়তা নিয়ে দাঁড়ায়নি উল্লেখ করে গৃহহীন মানুষেরা আহাজারি করছেন। পুড়ে কয়লা হওয়া টিনের ঘরের আসবাবপত্রের মধ্যে কোনও কিছু অক্ষত আছে কিনা খুঁজে ফিরছে শিশুরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ওই বস্তিতে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। খুব কম সময়েই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কীভাবে আগুন লেগেছে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ভোরের আলো ফুটতেই গৃহহীন মানুষেরা পুড়ে যাওয়া ঘরগুলোতে কিছু টিকে আছে কিনা খোঁজ নিতে শুরু করে। ক্ষতিগ্রস্তদের একজন মালেক বলেন, ‘কিছুই নেই। সব কয়লা।’ আগুনে হতাহত নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যদি গভীর রাতে আগুন লাগতো, তবে কেউ বাঁচতো না।’
এখনও কেউ সহায়তা নিয়ে দাঁড়ায়নি উল্লেখ করে গৃহহীন মানুষেরা আহাজারি করছেন। পুড়ে কয়লা হওয়া টিনের ঘরের আসবাবপত্রের মধ্যে কোনও কিছু অক্ষত আছে কিনা খুঁজে ফিরছে শিশুরা।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

