১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

সৌদিতে পুলিশের গুলিতে ২ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক :
সৌদি আরবের দাম্মামে পুলিশের গুলিতে শামীম ও শাহ পরান নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহাবুব নামের আরেক জন। হতাহতদের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। দাম্মাম থেকে টেলিফোনে এ খবর নিশ্চিত করেছেন শাহ পরানের ছোট ভাই জাফরান। এ ঘটনার পর থেকে ভৈরবের চণ্ডিবের ও ছনচড়া গ্রামে, হতাহতদের পরিবারে চলছে কান্নার রোল। পারিবারিক সূত্র জানায়, আলকাতিফ এলাকায় শিয়া ও সুন্নিদের সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করে পুলিশ। এ ঘটনা জানতেন না ওই তিনজন। গত ৬ জুন রাত সাড়ে ১০টার দিকে গাড়ি নিয়ে সেখানে গেলে পুলিশ তাদের গুলি করে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি দাম্মামের হাসপাতালে রয়েছে। স্বজনেরা জানান, শাহ পরান তার দুই ভাই জাফরান ও মিজানকে নিয়ে সৌদি আরবে ব্যবসা করতেন। চার মাস আগে সেখানে যান তাদের আত্মীয় শামীম।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ১১, ২০১৭ ১:০৩ অপরাহ্ণ