আন্তর্জাতিক ডেস্ক : দোহা থেকে ব্যাংককগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের এক নারী যাত্রী মধ্যরাতে আকাশে সন্তান প্রসব করেছেন। এর জেরে বিমানটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
সোমবার কাতার এয়ারওয়েজের কিউআর-৮৩০ বিমানে সন্তান প্রসব করেন ২৩ বছরের ওই থাই নারী। এরপর বিমানটি কলকাতায় অবতরণের পর মা ও নবজাতককে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মা ও শিশু দুজনই সুস্থ আছেন। খবর এনডিটিভির।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দোহা থেকে ব্যাংককগামী এক অনির্ধারিত উড়ান রাত ৩টা ৯ মিনিটে কলকাতা বিমানবন্দরে চিকিৎসাগত কারণে আপৎকালীন অবতরণ করে। বিমানে ওই নারী সন্তান প্রসবের পর কলকাতার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে সিগন্যাল পাঠান পাইলট। এরপর মেডিক্যাল সহায়তার প্রয়োজনে বিমানটি জরুরি অবতরণ করতে হবে।