১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৪

হরতালের দাবি জনগণের কাছ থেকে এসেছে: তাবিথ

‘হরতালে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে’—এই প্রসঙ্গে জানতে চাইলে তাবিথ বলেন, ‘হরতালকে কেন্দ্র করে দৃশ্যমান কিছু আমরা দেখছি না। দুই সিটিতেই স্বতঃস্ফূর্তভাবে সবাই এ হরতাল পালন করছে।’

তাবিথ আউয়াল বলেন, ‘ন্যূনতম সুষ্ঠু ভোটও হয়নি। এরকম নির্বাচন আমরা কখনও প্রত্যাশা করিনি। ভোট চুরির নির্বাচন প্রত্যাখ্যান করছি।’ তিনি আরও বলেন, ‘আমরা বিক্ষোভ শেষে এই বিষয়ে সংবাদ সম্মেলনে করে আমাদের প্রতিক্রিয়া জানাবো।’

এ সময় দলটির ঢাকা দক্ষিণের ময়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ইশরাক হোসেন বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রকাশে দীর্ঘসূত্রতা প্রমাণ করে নির্বাচনে কারচুপি হয়েছে।’

ইশরাক বলেন, ‘আমরা দেখেছি, আওয়ামী লীগ সমর্থকরা সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেননি। যে ফল ঘোষণা করা হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া  ও সাজানো ফল। এই ফলে জনগণের অভিমতের প্রতিফলন ঘটেনি।’

প্রসঙ্গত, সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে, এই হরতালে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থন দিলেও তাদের কাউকে রাজপথে দেখা যায়নি।

হরতাল সফল করতে বরিবার সকাল থেকে নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টায় বিক্ষোভে যোগ দেন ইশরাক হোসেন এবং দুপুর ২টায় আসেন তাবিথ আউয়াল।

সকাল থেকে চলা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতি ছিল। বিরতি দিয়ে আবারও বিক্ষোভ কর্মসূচি শুরু করে দলটি।

প্রকাশ :ফেব্রুয়ারি ২, ২০২০ ৫:৫৪ অপরাহ্ণ