বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী সাত দিনের মধ্যে এ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মিয়া এ আদেশ দেন।
মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, ‘গত ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর জামিন কেন বাতিল হবে না- জানতে চেয়ে আসামিপক্ষকে কারণ দর্শাতে বলা হয়। গত ১৫ জানুয়ারি লিখিত জবাব আদালতে দাখিল করা হয়।
ওই দিন জামিন বাতিল আবেদনের ওপর শুনানির জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
শুনানিতে আদালতের কাছে সময় চায় রাষ্ট্রপক্ষ। আদালত ২ ফেব্রুয়ারি অধিকতর শুনানির দিন নির্ধারণ করে।
আজ শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ভূবন চন্দ্র, বাদী পক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু ও মিন্নির আইনজীবী মাহবুবুল বারি আসলাম অংশ নেন।
গত ৮ জানুয়ারি আদালতের কাছে ‘সাক্ষীদের বাড়িতে গিয়ে হুমকি দেয়ার’ অভিযোগে মিন্নির জামিন বাতিলের আবেদন করা হয়।
গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। পরে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যা কলেজ হাসপাতালে মারা যান।
এ হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে আদালতে দুটি চার্জশিট দেয় পুলিশ।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

